ভাষা শহীদদের প্রতি ‘ওয়ান বাংলাদেশ’র শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ওয়ান বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (২১ ফেব্রুয়ারী) ওয়ান বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা কমিটির সভাপতি অধ্যাপক ড.ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মাহাবুব হোসেন এর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রোজিনা ইয়াসমিন লাকী, সাংগঠনিক সম্পাদক ড. মো. রাশেদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মো. আবু সাঈদ, ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক, অর্থ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, কার্যকরী সদস্য অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. মফিজ উল ইসলাম প্রমুখ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন,বিভিন্ন অনুষদীয় শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনগুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক, ভেদ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে জনসচেতনতা সৃষ্টি, বাঙালী সংস্কৃতির প্রগতিশীল বিকাশে বিভিন্ন গবেষণা, তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, তথ্য-ভান্ডার গঠন ও উপস্থাপন এবং মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন ও জনগণের মাঝে পারস্পরিক যোগাযোগ স্থাপনে কাজ করে আসছে ওয়ান বাংলাদেশ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান