নরসিংদীতে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ ও পুষ্পস্তবক অর্পন
যথাযথ মর্যাদায় নরসিদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন নরসিংদী কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষ থেকে শহদিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ পুষ্পস্তবক অর্পন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদান করে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরবর্তিতে বীর মুক্তিযুদ্ধাগন, সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমূহ, সকল স্তরের জনগন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ভোরে প্রভাত ফেরী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরন করা হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান