মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারের কৃষি ব্যাংকের সামনের দোকান থেকে মোটর সাইকেলের তেল নেওয়ার সময় রবিবার সকালে ইট বোঝাই নাটা গাড়ীর ধাক্কায় রাজু (২৯) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় কাদিরপাড়া গ্রামের আমির মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গড়াই ব্রিকসের একটি ইট বোঝাই গাড়ী রাধানগর বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহী রাজুকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। গণপিটুনিতে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইন চার্জ আলী আহমেদ মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নং- ১২/২০২১। লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান