মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে রবিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, শ্রীপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শ্রীপুর প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি মসিয়ার রহমান, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়া, যুবলীগ নেতা বাবুল রেজা, ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, শ্রমিকলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খবির হোসেন খান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমুহের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাতফেরী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান