শিরোনাম: |
বিএনপিকে সব ধরনের সহযোগিতা করবে আইজিপি
দেশসংবাদ, ঢাকা
|
বিএনপিকে সব ধরনের সহযোগিতা করবে আইজিপি বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সদস্য সচিব আবদুস সালাম, সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রতিনিধি দলে রয়েছেন। বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আইজিপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা মাসব্যাপী যে কর্মসূচির প্রণয়ন করেছি, সেই কর্মসূচি সফল হওয়ার জন্য তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ্যানী বলেন, কর্মসূচি যেন স্বাস্থ্যবিধি মেনে করা হয়- সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন আইজিপি। তিনি আমাদের আরও জানিয়েছেন, জেলা-মহানগরে যেসব কর্মসূচি আমাদের হবে, সেসব জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বলে দেবেন আইজিপি। দেশসংবাদ/বিএন/এসআই
|
আপনার মতামত দিন
|