Published : Thursday, 25 February, 2021 at 4:06 PM
ধুনটে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে চার্জশিট
বগুড়ার ধুনট উপজেলায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে বলায় ক্ষুব্ধ হয়ে শেফালী খাতুনকে (৫০) জবাই করে হত্যা মামলায় তার স্বামী এশারত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পাঁচথুপি-সরোয়া গ্রামের হারুন-অর রশিদের ছেলে এশারত আলী (৫৮) একজন বাঁশ শিল্পের কারিগর। দুই ছেলে ও মেয়েকে নিয়ে তাদের অভাবের সংসার। বাঁশ দিয়ে তৈরী বিভিন্ন সামগ্রী বাজারে বিক্রি করে চলে তাদের সংসার। করোনা দূর্যোগের কারণে বাঁশের সামগ্রীর বাজারে চাহিদা না থাকায় তাদের সংসারে অভাব দেখা দেয়।
এ অবস্থায় স্থানীয় একটি বেসরকারী সংস্থা (এনজিও) থেকে স্ত্রীর নামে ১০হাজার টাকা ঋণ গ্রহন করে এশারত আলী। ওই ঋণের কিস্তি হিসেবে সপ্তাহে ৩০০টাকা করে পরিশোধ করতে হয়। কিন্তু কিস্তির টাকা পরিশোধের সামর্থ নেই তাদের। এ বিষয়টি নিয়ে ২০২০সালের ১০ অক্টোবর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এশারত আলী ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী শেফালীকে বাঁশ কাটা দা দিয়ে জবাই করে হত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ১১ অক্টোবর ভোরে এশারত আলীকে গ্রেফতার করেন। এ ঘটনায় নিহত শেফালীর বড় ভাই খোরশেদ আলম বাদি হয়ে ১১ অক্টোবর এশারত আলীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, হত্যাকান্ডের পর সংবাদ পেয়ে এশারত আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এশারত আলী স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে বিচারকের নিকট জবানবন্ধী দিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ও সরেজমিন তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় মামলার একমাত্র আসামী এশারত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান