Published : Thursday, 25 February, 2021 at 7:07 PM
আব্দুস সালাম
চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলা রুজুর ১২ ঘন্টার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঈশ্বরদী রেল স্টেশন এলাকা থেকে ঘাতক স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমির হোসেন, এসআই আনিছুর রহমান, এএসআই ইমামুল ও আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ ঈশ্বর্দী রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে স্ত্রী হত্যার দায়ে পলাতক আসামি স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করে।
এব্যপারে জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, গত বুধবার সন্ধ্যায় উথলী সন্ন্যাসীতলা মাঠে গৃহবধু তারজিনা খাতুনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই একটি হত্যা মামলা রুজু হয় থানায়। আমরা তদন্ত শুরু করি এবং একপর্যায়ে আমরা ধারণা করি এই হত্যা কান্ডের সাথে তার স্বামী জড়িত আছে। তারপর থেকে হত্যার সাথে জড়িত স্বামীকে গ্রেফতারের জন্য আমার কয়েকটি টিম মাঠে কাজ শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঈশ্বর্দী থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার স্বামী আব্দুস সালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িতের কথা স্বীকার করে বলে পারিবারিক কলহের কারণে সে নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান