Published : Monday, 1 March, 2021 at 10:29 AM, Update: 01.03.2021 10:31:42 AM
দেশব্যাপি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ আজ
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল এবং কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সোমবার সারা দেশের জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার বিকালে ছাত্রদলের সহদফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদ্যমান অবৈধ অগণতান্ত্রিক সরকারের গাত্রদাহ ‘প্রচার মাধ্যমের স্বাধীনতা’ ভূলুণ্ঠিত করার আরও একটি কলঙ্কজনক উদাহরণ কারাবন্দি লেখক মুশতাককে হত্যা। এই বর্বর হত্যার প্রতিবাদে ছাত্রদল আহুত বিক্ষোভ সমাবেশে পুলিশ বাহিনীর ‘নগ্ন হামলার’ প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান