Published : Friday, 5 March, 2021 at 10:23 AM, Update: 05.03.2021 11:07:20 AM
অবন্তিকা বড়াল
আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালের ফের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. রবিউল আলম এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির রিমান্ড শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান