শিরোনাম: |
ভ্যাকসিন প্রদানে সহযোগীতা করতে
মালদ্বীপ পৌঁছেছে ১৮ সদস্যের বাংলাদেশ মেডিক্যাল টিম
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ
|
মালদ্বীপ পৌঁছেছে ১৮ সদস্যের বাংলাদেশ মেডিক্যাল টিম উল্লেখ্য, মেডিকেল টীমটি মালদ্বীপে করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্য মন্ত্রাণালয়কে সহযোগিতা করবে। বাংলাদেশ সরকার মালদ্বীপ সরকারকে উক্ত ফ্লাইটে প্রয়োজনীয় ঔষুধ ও চিকিৎসা সামগ্রীও পাঠিয়েছেন। মালদ্বীপ পৌঁছেছে ১৮ সদস্যের বাংলাদেশ মেডিক্যাল টিম বিমানবন্দরে মালদ্বীপের স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং মালদ্বীপ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগন ও মালদ্বীপে বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, দুতালায় প্রথম সচিব (শ্রম), তৃতীয় সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাদের স্বাগত জানান। টিকাদান কর্মসূচিতে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রানলয়েরকে সহায়তা করার লক্ষে, বাংলাদেশ থেকে আসা মেডিকেল দলটি থিনাধু, এলগান, অ্যাডু সিটি, এবং কুলহুদুফুশি সহ বেশ কিছু সিটিতে টিকা কর্মসূচিতে কাজ করবে। মালদ্বীপ পৌঁছেছে ১৮ সদস্যের বাংলাদেশ মেডিক্যাল টিম ছয় মাসের মধ্যে পুরো মালদ্বীপের জনগণকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে মালদ্বীপ সরকার। বাংলাদেশীরা সহ সবাই ফ্রিতে ভ্যাকসিন পাবে। দেশসংবাদ/প্রতিনিধি/এফবি/এমএইচ |
আপনার মতামত দিন
|