Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ডোনাল্ড লুর ■ সাবেক এমপি পোটনসহ ৫ জন কারাগারে ■ সাংবাদিক প্রবীরের গ্রেপ্তার অবৈধ, দ্রুত মুক্তির নির্দেশ ■ রাজশাহীতে আজ থেকে আম পাড়া শুরু ■ সারাদেশে 'নো হেলমেট নো ফুয়েল, কার্যকরের নির্দেশ মন্ত্রীর ■ আরও শত কোটি ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ■ ৪২ জেলায় মৃদু তাপপ্রবাহ, 'ছড়াতে পারে' আরও
স্কুল-মাদ্রাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
Published : Monday, 29 April, 2024 at 4:31 PM, Update: 29.04.2024 4:35:37 PM

হাইকোর্ট

হাইকোর্ট

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এ আদেশ দেন। 

এ আদেশের পর প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তবে সেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।

ঈদের পর গত ২১ এপ্রিল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট বিভাগ। পরে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এরপর গত শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, রোববার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। তবে তীব্র গরমের কারণে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রাথমিক বিদ্যালয় খুললেও গরমের কারণে পরিচালনা সংক্রান্ত নতুন নির্দেশনা দেয়া হয়। এক শিফটের বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এছাড়া, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকার কথা বলা হয়।

স্কুল খোলার নির্দেশনা আসতেই তীব্র গরমে অন্তত তিনজন শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া যায়। হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়ে বলে বলে ধারণা করা হয়। এছাড়া, বিভিন্ন জায়গায় গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটে।

এছাড়া, তীব্র তাপপ্রবাহের কারণে আজ সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গতকাল এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  স্কুল-মাদ্রাসা   বন্ধ   শিক্ষাপ্রতিষ্ঠান   হাইকোর্ট  


আপনার মতামত দিন
সাবেক এমপি পোটনসহ ৫ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 15 May, 2024
সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে
নিজস্ব প্রতিবেদক
Monday, 13 May, 2024
জবি শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
Monday, 13 May, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up