শিরোনাম: |
উপসচিব পদে ৩৩৭ কর্মকর্তার পদোন্নতি
দেশসংবাদ, ঢাকা
|
উপসচিব পদে ৩৩৭ কর্মকর্তার পদোন্নতি এর মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী, যেসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে তাদের পরে বিভিন্ন জায়গায় পদায়ন করা হবে। নিয়ম অনুযায়ী, প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ কর্মকর্তাকে উপসচিব করা হয়। অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা এ পদে পদোন্নতি পান। এবার প্রশাসন ক্যাডারের ২৫৮ কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৭৯ কর্মকর্তা। বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র সহকারী সচিব পদে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মূল্যায়ন নম্বরের অন্তত ৮৩ নম্বর পেতে হবে। এর আগে ২০১৮ সালে প্রশাসনে উপসচিব পদে ৪২৪ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩১৯ জন প্রশাসন ক্যাডারের। বাকি ১০৫ জন অন্যান্য ক্যাডার থেকে অপশন দিয়ে আসা কর্মকর্তা। দেশসংবাদ/ডিপি/এসআই
|
আপনার মতামত দিন
|