নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ে সাথে সাথে নেত্রকোনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক ও আওয়ামীলীগসহ রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি উপলক্ষে জেলা পাবলিক হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়।
হাসপাতাল, জেলখানা, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান