Published : Monday, 5 April, 2021 at 4:25 PM, Update: 05.04.2021 4:27:04 PM
লকডাউন চলাকালে মাগুরায় ব্যবসায়ীদের বিক্ষোভ
মাগুরায় লকডাউন চলাকালে সোমবার দুপুরে শহরের ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। শহরের সৈয়দ আতর আলী রোডের বেবি প্লাজার সামনে থেকে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী একত্রিত হয়। এ রোডে অনেক ক্ষুদে ব্যবসায়ীরা দোকানের একাংশ খুলে ব্যবসা পরিচালনা করে।
এ সময় ভ্রামমান আদালত এসে তা বন্ধ করে দেয়। একপর্যায়ে ভ্রাম্যমান আদালতের এক কর্মকর্তার সাথে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। ভ্রাম্যামান আদালত চলে গেলে মার্কেটের সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে শহরে বিক্ষোভ করে। তারা বিক্ষোভ করে মেয়রের বাড়ির সামনে অবস্থান করে সীমিত পরিসরে দোকান খুলে দেওয়ার আহবান জানান।
ব্যবসায়ীরা বলেন, সরকার লকডাউন দিয়েছে আমরা মানব। তবে দিনের মধ্যভাগে যদি ৩-৪ ঘন্টা আমাদের ব্যবসা পরিচালনা করতে দেয় তাহলে আমরা কিছুটা বাঁচবো। আমাদের প্রতিটি দোকানে তিন থেকে চারজন কর্মচারী কাজ করে তাদের প্রতি মাসে বেতন দিতে হয়। এক সপ্তাহ লকডাউন থাকলে আমাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হবে ।
এদিকে, লকডাউনে নিত্যপণ্যের বাজার, ঔষধের দোকান ও খাবারের হোটেল খোলা রয়েছে। শহরের অধিকাংশ দোকান, মার্কেট বন্ধ রয়েছে। শহরে ভ্যান, রিকসা, অটোরিকসা চলাচলে রয়েছে প্রশাসনের বিধি নিষেধ। সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ভ্রামামাণ আদালত পরিচালনা করছে। পাশাপাশি পুলিশ, ট্রাফিক ও স্কাউটের সদস্যরা কাজ করছে। দুপুরে শহরের ভায়না মোড়ে লকডাউন না মেনে যানবাহন পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অনেক যানবাহনকে জরিমানা করে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান