শিরোনাম: |
মেয়র তার স্ত্রী,পৌর সচিব,৩ কাউন্সিলরসহ আহত ১২
মিরকাদিম পৌর মেয়রের বাড়ীতে বিস্ফোরণ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
|
মিরকাদিম পৌর মেয়রের বাড়ীতে বিস্ফোরণ মিরকাদিম পৌর মেয়রের বাড়ীতে বিস্ফোরণ বিস্ফোরণে অগ্নিদগ্ধ আহতদের মধ্যে প্যানেল মেয়র রহিম বাদশাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও কাউন্সিলর আওলাদ হোসেন, দ্বীন ইসলাম, পৌর সচিব সিদ্দিকুর রহমান, অফিস স্টাপ কালু মিয়া ও মেয়রের দ্বিতীয় স্ত্রী কানন বাবা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল জন সসাধারণদের প্রবেশ বন্ধকরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই,জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ও জেলা পুলিশের একটি টিম। তারা ক্ষতিয়ে দেখছেন কি কারণে বা কি বিস্ফোরিত হয়েছে। তবে রান্নাঘরে গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারাণা করছে স্থানীয়রা। দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি |
আপনার মতামত দিন
|