হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।
বুধবার (০৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এসব তথ্য জানান।
তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্বর্ণ আসছে—এমন গোপন সংবাদে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভোর সাড়ে ৫টা নাগাদ ওমানের মাস্কাট থেকে আসা ওভি-৪৯৭ নম্বর ফ্লাইটটি রামেজিং করা হয়।
এ সময় ২ নম্বর সিটের (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্কচটেপ খুলে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যেগুলোর মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণ দ্রুত শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।