Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘কোনোভাবেই মব জাস্টিস হতে দেয়া যাবে না’ ■ আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী ■ নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি ■ চীনা সৈন্যরা এখন ভারতের সেভেন সিস্টার্সে ■ দেউলিয়া হওয়ার শঙ্কায় মালদ্বীপ ■ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ■ দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
Published : Friday, 12 July, 2024 at 12:35 PM

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

চট্টগ্রামের পটিয়ায়-কক্সবাজারের পুরোনো আরাকান মহাসড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চার জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) মধ্যরাতে মহাসড়কের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মিলিটারি পুলের দক্ষিণ পাশে হক্কানি পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

নিহতরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মো. আলীর মেয়ে রুমি আকতার (৩০), তার ভাগনে মো. ফাহিম (৫) ও বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফের শেখ চৌধুরীপাড়ার সোনা মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেন (৪০)। নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেননি পুলিশ। এ ঘটনায় বাবুল দে কানু (৪৫) নামে আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রাতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে চার জনই মারা গেছেন। পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চার জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নিহত রুমি আকতার ও আহত যাত্রী মোহরা শিল্প এলাকার ম্যাফ সু নামে একটি জুতা কারখানায় চাকরি করতেন। শুক্রবার (১২ জুলাই) কারখানা বন্ধ তাই বৃহস্পতিবার রাতে  ডিউটি শেষে তারা পটিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। শিশু ফাহিম রুমি আকতারের বোনের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুর লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা রয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার চেষ্টা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   লাশ উদ্ধার   নিহত   আহত  


আপনার মতামত দিন
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
Sunday, 8 September, 2024
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 7 September, 2024
বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাকের ধাক্কা নিহত ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
Saturday, 7 September, 2024
ব্রাহ্মণবাড়িয়া বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Tuesday, 3 September, 2024
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 1 September, 2024
নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
নরসিংদী প্রতিনিধি
Sunday, 1 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up