Published : Monday, 15 July, 2024 at 10:44 AM, Update: 15.07.2024 11:33:32 AM
রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী ৫০৬ নম্বর শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে গোয়ালন্দ ঘাট স্টেশনের (দৌলতদিয়া) সঙ্গে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত।
স্থানীয়রা জানান, ফিড মিল এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির একটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন।
তারা বলেন, মাঝেমধ্যেই এ এলাকায় এমন ঘটনা ঘটে। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন ও নিরাপদ চাই।
রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে গেছে। উদ্ধারকাজে লোক গেছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকাজ শুরু হবে।
উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করে এ রুট সচল করা হয়। এবং একই বছরের ১৪ অক্টোবর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।