Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ যৌথ বাহিনীর অভিযান: ৫৩টি অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২৫ ■ জিজ্ঞাসাবাদ শেষে ঢাবি শিক্ষক ইউসুফকে ছাড়ল ডিবি ■ দেশে ফিরলেন ক্ষমা পাওয়া ১৩ বাংলাদেশি ■ ড. ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ■ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ■ আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা ■ ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা
‘আমাদের আন্দোলন শেষ হয়নি’
Published : Thursday, 25 July, 2024 at 12:36 AM

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলন শেষ হয়নি, কারণ আমার রুটি-রুজির ব্যাপার আছে। জিনিস পত্রের দাম যেভাবে বেড়েছে আমরা কুলিয়ে উঠতে পারছি না। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 

বুধবার (২৪ জুলাই) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। তিনি বলেন, অতীতের ইতিহাস দেখেন, পাকিস্তান আমলের ইতিহাস দেখেন, সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে, আন্দোলন একপর্যায়ে হয়ত সেটা স্তিমিত হয়েছে।

ফখরুল আরো বলেন, , এবারের আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এক বাচ্চা ছেলে ১৫/১৬ বছরের বয়স, সে তার মায়ের কাছে বলে এসেছে ‘মা আমি আন্দোলনে যাবো, সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, ওদের সাথে আমাদের যেতে হবে।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘নানা ঘটনা প্রবাহের পর চলমান আন্দোলনের সমাপ্তি হয়েছে কিনা’, প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় তিনি এ কথাগুলোর পাশাপাশি জানান, আন্দোলন শেষ হয়নি।

গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব বিবৃতির মাধ্যমে দলের বক্তব্য উপস্থাপন করলেও বুধবার কারফিউ ৭ ঘণ্টা শিথিল থাকার মধ্যে গণমাধমের মুখোমুখি হন।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ছিল, অন্যদিকে সরকারের চরম ব্যর্থতা সর্বক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে, দুর্নীতি দমনের ক্ষেত্রে, দুর্নীতি তারা নিজেরাই করে সবখানে তারা এত ব্যর্থ হয়েছে যে, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ। 

সেই কারণেই জনগণের পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়েছে। হ্যাঁ, সাময়িকভাবে সেনা বাহিনী নামিয়ে, দমনপীড়ন করে, নির্যাতন-নিপীড়ন করে, তারা এটাকে হয়ত থামিয়ে দিতে পারে। এটার যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু কখনো এটার শেষ সমাধান হবে না।

রাজনৈতিক সমাধানটা কি প্রশ্ন করা হলে মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় বলেন, রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

দেশসংবাদ/এএসএম


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   কোটা সংস্কার   ফখরুল ইসলাম আলমগীর  


আপনার মতামত দিন
সকল ফরম থেকে ধর্মাবলম্বী অপশন তুলে দেয়া হবে
নরসিংদী প্রতিনিধি
Saturday, 7 September, 2024
ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 September, 2024
জোটের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 September, 2024
শহিদ সাঈদের কবর জিয়ারত করবে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 5 September, 2024
খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 September, 2024
‘অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 September, 2024
‘শেখ হাসিনা ছিলেন নরকের শাসক’
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up