চট্টগ্রামে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। আগামীকাল রোববার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
শনিবার (২৭ জুলাই) জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের স্টাফ অফিসার ফাহমুন নবী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তাই আরও এক ঘণ্টা কারফিউ শিথিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। কারফিউ মেনে চলার জন্য নগরবাসীর প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সংঘর্ষের মুখে গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। সেটি এখনও চলমান রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল করা হচ্ছে কারফিউ।