Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী ■ নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি ■ চীনা সৈন্যরা এখন ভারতের সেভেন সিস্টার্সে ■ দেউলিয়া হওয়ার শঙ্কায় মালদ্বীপ ■ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ■ দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক ■ ‘গুম’ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি হবে
ভারতকে হারিয়ে এশিয়ার সেরা শ্রীলংকার মেয়েরা
Published : Sunday, 28 July, 2024 at 11:22 PM

ভারতকে হারিয়ে এশিয়ার সেরা শ্রীলংকার মেয়েরা

ভারতকে হারিয়ে এশিয়ার সেরা শ্রীলংকার মেয়েরা

৯ বলে দরকার ৫ রান। লং অন দিয়ে কাভিশা দিলহারি মারলেন ছক্কা। সঙ্গে সঙ্গে আনন্দের ঢল নামল শ্রীলঙ্কার খেলোয়াড়-কোচিং স্টাফ থেকে ভক্ত-সমর্থকদের মধ্যে। ফাইনালে রেকর্ড রান তাড়ায় ভারতকে হারিয়ে দিল লঙ্কানরা। প্রথমবারের মতো নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল দলটি।

রোববার (২৮ জুলাই) ডাম্বুলায় টি-টোয়েন্টি সংস্করণের প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী লড়াইয়ে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। মহাদেশীয় পর্যায়ে তাদের সেরা হওয়ার অপেক্ষার অবসান অবশেষে হয়েছে দেশের মাটিতে। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সাতবারের শিরোপাজয়ী ভারতীয়রা। জবাবে ৮ বল হাতে রেখে ২ উইকেটে ১৬৭ রান তুলে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা।

ষষ্ঠবার এশিয়া কাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল শ্রীলঙ্কা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে আগের পাঁচটি ফাইনালই তারা হেরেছিল ভারতের বিপক্ষে। ২০২২ সালে হওয়া সবশেষ আসরেও তাদের স্বপ্নভঙ্গ করেছিল ভারত। এবার তারা শেষমেশ পেল সফলতার দেখা। অন্যদিকে, নয়টি আসরের সবকটিতে ফাইনালে ওঠা ভারত দ্বিতীয়বার হলো রানার্সআপ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। শুধু তাই নয়, এশিয়া কাপের ফাইনালের ইতিহাসেও কোনো দলের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি এটি। আগের রেকর্ডটিও ভারতের বিপক্ষে হয়েছিল। ২০১৮ সালের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১১২ রান তাড়া করে জিতেছিল।

চ্যাম্পিয়ন হওয়ায় সামনে থেকে ভূমিকা রাখেন লঙ্কানদের অধিনায়ক চামারি আতাপাত্তু। ৪৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে হার্শিতা সামারাবিক্রমার সঙ্গে গড়েন ৮৭ রানের জুটি। এই শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে কোনো রকম চাপ ছাড়াই খেলা শেষ করে শ্রীলঙ্কা। হার্শিতা ৬ চার ও ২ ছক্কায় ৫১ বলে করেন অপরাজিত ৬৯ রান। কাভিশা অপরাজিত থাকেন ১ চার ও ২ ছক্কায় ১৬ বলে ৩০ রানে।

এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। তিনি ৪৭ বল মোকাবিলায় মারেন ১০ চার। এছাড়া, জেমিমাহ রদ্রিগেস ১৬ বলে ২৯ ও রিচা ঘোষ ১৪ বলে ৩০ রান করেন। শ্রীলঙ্কার হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখানো কাভিশা ৩৬ রানে নেন ২ উইকেট।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  নারী এশিয়া কাপ   ভারত   শ্রীলঙ্কা   চামারি আতাপাত্তু   স্মৃতি মান্ধানা  


আপনার মতামত দিন
টি-টেন লিগে ডাক পেলেন রিশাদ
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 7 September, 2024
বিসিবির পরিচালক পদ থেকে দুর্জয়ের পদত্যাগ
ক্রীড়া প্রতিবেদক
Thursday, 5 September, 2024
দেশে ফিরে ফুলের শুভেচ্ছায় ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
Thursday, 5 September, 2024
রাতে দেশে ফিরছে টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 4 September, 2024
শান্তকে ইউনূসের ফোন, জানালেন অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up