চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় ১১ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।
শুক্রবার (২৩ আগস্ট) এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি।
সিসিটিভির বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, গত চারদিন ধরে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিংয় প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এ প্রদেশটি।
প্রবল বন্যায় এখন পর্যন্ত ১১ জনের প্রাণহাণি এবং ১৪ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বহু ঘরবাড়ি এবং রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। বিপর্যস্ত এলাকা থেকে ইতোমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।