দুই দিনের ব্যবধানে চট্টগ্রামে খূচরা অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচা মরিচ ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারিতে প্রতিকেজি ৮শ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, অন্যান্য সবজির বাজারও লাগামহীন।
সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের সব আড়ত ফাঁকা পড়ে রয়েছে। বন্যায় সড়ক-মহাসড়ক তলিয়ে যাওয়া এবং ট্রেন বন্ধ থাকার কারণে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ তলানির দিকে। এর প্রভাব পড়েছে বাজারে।
বিক্রেতারা জানান, এই দাম বৃদ্ধির জন্য বন্যা ও পরিবহন সংকট দায়ী। সরবরাহ না থাকায় দাম বেড়েছে।
ক্রেতারা জানান, বাজার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আগে কখনোই কাঁচা মরিচের দাম এতো বাড়তে দেখিনি। তাছাড়া, প্রায় সব সবজির দাম ১০০ টাকার ওপরে। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে।
বন্দরনগরীর সবজি ও কাঁচা মরিচের বেশীরভাগ যোগান বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসে থাকে। তবে, বন্যার কারণে ৩ দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। এতে শতাধিক ট্রাক আটকা পড়েছে। তাছাড়া, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও পণ্য পরিবহন ব্যহত হচ্ছে।