Published : Tuesday, 3 September, 2024 at 11:28 AM, Update: 03.09.2024 11:48:57 AM
জাপানের ইয়োকোহামা শহরে একটি আত্মহত্যার ঘটনায় প্রাণহানি ঘটেছে দু’জনের। শহরের একটি শপিং সেন্টার থেকে এক কিশোরী আত্মহত্যা করতে লাফ দেন। এরপর তিনি নিচে এক পথচারীর ওপর গিয়ে পড়েন।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আত্মহত্যা করা ওই কিশোরী হাইস্কুলে পড়তেন। এ ঘটনায় যে পথচারীর প্রাণ হারালেন, তার বয়স ছিলো ৩২ বছর। সেই সময়, বন্ধুদের নিয়ে ওই শপিং সেন্টারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কাছাকাছি সময়ে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা চিকিৎসার পরে কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীটিকে মৃত ঘোষণা করে। ঠিক কিছুক্ষণ পরেই ওই নারী-ও মারা যান। সরকারী পরিসংখ্যান অনুসারে, কেন ওই কিশোরী আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়। যদিও জাপানে ১৮ বছরের কম বয়সী বহু তরুণ-তরুণী আত্মহত্যা করেছে বলে জানা যায়।
গত বছর, জাপানে ৫১৩ জন তরুণ-তরুণী আত্মহত্যা করেছে, যেখানে ‘স্কুল সমস্যা’ সবচেয়ে বড় কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে ফিরতে চায় না তারা ফুটোকো নামে পরিচিত। ফুটোকো মানে ‘যারা স্কুলে যায় না’।