রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এবারই প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। এই ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা পৌঁছে দেন দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাফীস লিখেছেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি।
বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন…'
রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে শেষ সেশনে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৭ ওভারে ৪২ রান তোলার পর বৃষ্টি ও আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির শঙ্কা ছিল পঞ্চম দিনেও।
কিন্তু পঞ্চম দিনে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হয়নি। বাংলাদেশও হেসেখেলে জয় নিশ্চিত করে।