Published : Wednesday, 4 September, 2024 at 10:01 AM
পাকিস্তান সফরে ঐতিহাসিক সাফল্যের রেশ না কাটতেই দুই ধাপে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই পাকিস্তানকে হারানো শান্তবাহিনী প্রথম গ্রুপ বুধবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পরের গ্রুপটি এসে পৌঁছাবে তিন ঘণ্টা পর। বাংলাদেশ সময় তখন বুধবার দিবাগত রাত ২টা এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ১২ আগস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি খেলতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট থেকে। সফল সিরিজ শেষে কাউন্টি খেলতে যুক্তরাজ্যে যাচ্ছেন সাকিব আল হাসান। সেখান থেকে পরের সিরিজে ভারতে যোগ দেবেন তিনি।