Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কুমিল্লা সীমান্তে যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ ■ সচিবদের জন্য প্রধান উপদেষ্টার ২৫ নির্দেশনা মানা জরুরি ■ দুই পক্ষের সংঘর্ষ, দুই নেতা গুলিবিদ্ধসহ আহত ৩ ■ সারাদেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, শনাক্ত ১২১৮ ■ সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি ■ তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ■ ময়মনসিংহ ও রংপুরের বন্যা নিয়ে নতুন বার্তা
বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি!
Published : Friday, 6 September, 2024 at 7:29 PM

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি!

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি!

চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে বুমরা-শামীদের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফ থেকে।

যার জেরে গুঞ্জন উঠেছে, পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। 

এর আগে গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের বিরোধিতা করা হয়েছিল। হিন্দু মহাসভার সহ-সভাপতি ডাঃ জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছে।

বাংলাদেশের ভারত সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

গত ৫ আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদল। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছেন। সরকারের পালাবদলকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই-তিনদিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে উঠে আসে এসবের প্রায় অনেকগুলোই ছিল গুঞ্জন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিদেশের মাটিতে আসর খেলবে রংপুর রাইডার্স
ক্রীড়া প্রতিবেদক
Monday, 7 October, 2024
চার উইকেট ভয়াবহ চাপে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
Sunday, 6 October, 2024
বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 October, 2024
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
Saturday, 5 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up