Published : Saturday, 7 September, 2024 at 9:40 PM, Update: 08.09.2024 12:37:22 AM
দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে এ ঘোষণা দেন তারা। প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পিএস এর বরাত দিয়ে আন্দোলনকারীদের দাবি, চাকরিতে প্রবেশের বয়সসীমা দ্রুত ৩৫ বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছে।
আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বৈষম্যহীনতার কমিশন গঠন করা হবে, সেখানে আমাদের দাবিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।
তবে আন্দোলনের সমন্বয়ক রাসেল মাহমুদ বলেন, আমরা ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে চাই না। আগামীকাল সকাল ১০টা থেকে পুনরায় একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে।