Published : Saturday, 7 September, 2024 at 10:30 PM, Update: 08.09.2024 12:36:03 AM
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গভীর সাগরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সারবাহী জাহাজের আঘাতে ডালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নোঙর করার সময় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই জাহাজের প্রপেলার আটকে যায়। প্রায় এক ঘণ্টার পর আটকে যাওয়া প্রপেলার মুক্ত করার পর জাহাজ দুটি নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।
পানামার পতাকাবাহী এমভি নেভিওস সেলেসটিয়াল এবং লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুর ২টার দিকে পানামার পতাকাবাহী এমভি ন্যাভিয়াস চেলেশিয়াল জাহাজটি বন্দরের আলফা অ্যাংকরেজে নোঙর ফেলার সময় সেখানে আগে থেকে নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের সামনের অংশে ধাক্কা দেয়। পরে এমভি ন্যাভিয়াস সেলেসটিয়াল জাহাজের প্রপেলার ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের নোঙরের আটকে যায়।খবর পেয়ে একটি লাইটার জাহাজের সহায়তায় জাহাজ দুটিকে সরানো হয়।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, সংঘর্ষে দুই জাহাজের কিছু ক্ষতি হয়েছে। সেগুলোকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে। আলফা অ্যাঙ্কারেজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক আছে।