Published : Saturday, 7 September, 2024 at 10:46 PM, Update: 08.09.2024 12:35:28 AM
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন ৫৭ জন প্রবাসী বাংলাদেশি। মূলত তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সে দেশে বিক্ষোভ করেছিলেন। যার কারণে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল দেশটির সরকার। পরে অন্তর্বর্তী সরকার প্রধানের আহ্বানে ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত। এদের মধ্যে ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অবতরণ করেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় তারা দেশে এসে পৌঁছান। এ সময় স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। ক্ষমা পেয়ে দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রতি।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল। সম্প্রতি অন্তর্বর্তী সরকারপ্রধান শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে কারাবন্দি ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেয় দেশটির সরকার।