Published : Saturday, 7 September, 2024 at 10:54 PM
ফিফা প্রীতি ম্যাচে সিরিজ জয়ের মিশনে কাল ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন- প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে খেলে জিততে চায় তার দল। অধিনায়ক জামাল ভূঁইয়া কন্ঠেও একই সুর। বলেন- ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটি ফাইনালে ধরেই পূর্ণ ৩ পয়েন্ট অর্জন তার দলের লক্ষ্য।
যে লক্ষ্যে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল, প্রথম ফিফা প্রীতি ম্যাচ জিতে সেই লক্ষ্য কিছুটা পূর্ণ করেছে ফুটবলাররা। বাকি রয়েছে আরেক একটি ফিফা প্রীতি ম্যাচ। এই ম্যাচেও জয় মেতে মুখিয়ে রয়েছেন জামাল -তপুরা। তাইতো ম্যাচের আগের দিনে বেশ মনোযোগী হয়েই অনুশীলন সেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার মূল কারণ ছিল এএফসি এশিয়ান কাপের ড্রয়ের আগে নিজেদের র্যাংকিয়ে উন্নতি করা। মূলত এটি করতে পারলে এশিয়ান কাপ বাছাইয়ে ড্রয়ে গ্রুপ পর্বে নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দূর্বল দল পাবে বাংলাদেশ। যা টপকে পরের পর্বে এগিয়ে যাওয়ার জন্য সুবিধা হবে লাল-সবুজের প্রতিনিধিদের। তাই ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না সহকারী কোচ হাসান আল মামুন।
প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তাই ফিফা র্যাকিংয়ে ১৮৪ থেকে দুই ধাপ এগিয়ে ১৮২তে অবস্থান করছে মোরসালিন-ফাহিমরা। দ্বিতীয় ম্যাচ জিতলে, আরো ৩ পয়েন্ট পাবে হ্যাভিয়ের ক্যাবরেরা দল, তাতেই ১৮০ তে পৌঁছাইবে বাংলাদেশ। এতে এএফসি এশিয়ান কাপের ড্রয়ে বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দূর্বল দল। ভুটানের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে পয়েন্ট নিয়ে ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা, ঠাণ্ডা এসব প্রতিকূল কন্ডিশন দলের লক্ষ্য পূরণের পথে অন্তরায় হতে পারবে না জানালেন অধিনায়ক।