Published : Saturday, 7 September, 2024 at 11:03 PM
ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছিল। জানা গেছে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
এর আগে, এদিন সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে ড. আবু ইউসুফকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করার জন্য সন্ধ্যায় বনানী থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছে কিছু তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে তাকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ডাকা হবে।