শিরোনাম: |
গণসংবর্ধনায় কাঁদলেন প্রধানমন্ত্রী
দেশসংবাদ ডেস্ক :
|
ফাইল ছবি বঙ্গবন্ধু পরিবারের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে দেশত্যাগের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, ‘সেদিন কেন জানি ইচ্ছা করছিল না দেশ ছেড়ে যেতে। বুকের ভেতর কেমন জানি করছিল।’ একথা বলতে বলতে আবেগে কেঁদে ফেলেন তিনি। বারবার বাকরুদ্ধ হয়ে আসে তার কণ্ঠ। তিনি বলেন, ‘ একটা ফোন এসেছিল জার্মানি থেকে। সেদিন ফোনের আওয়াজটা খুব কর্কশ লেগেছিল। বলঅ হলো, দেশে ক্যু হয়েছে। আমি বললাম, তাহলে তো আমার আর কেউ বেঁচে নেই। তখনো আমি জানতাম না ঠিক কি হয়েছে। পরে দেখা গেল, যা ভেবেছিলাম তেমনই হয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘১৯৮১ সালে দেশে ফিরে এসেছিলাম। অন্যেরা প্রিয়জন হত্যার বিচার চাইতে পারে। আমি সেটাও পারিনি।’ দেশসংবাদ/এসএম
|
আপনার মতামত দিন
|