Published : Saturday, 21 July, 2018 at 5:40 PM, Update: 21.07.2018 5:58:09 PM
প্রধানমন্ত্রীকে মমতাজের উপহার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় গান উপহার দিলেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। শনিবার বেলা ২টা থেকে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির আয়োজনে সংগীত পরিবেশন শুরু হয়।
এ সময় সুরের মোহনায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। গান পরিবেশন করেন সালমা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম, এসডি রুবেল, শুভ্র দেবসহ জনপ্রিয় সংগীতশিল্পীরা। দেশ বরেণ্য শিল্পীদের দেশাত্ববোধক, ভাটিয়ালী, ফোক আর আধুনিক বাংলা গানের সুরে চাঙা হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সরকারের উন্নয়ন নিয়ে নতুন একটি গান উপহার দেন ফোক সমাজ্ঞীখ্যাত মমতাজ বেগম। ‘রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা-শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা’- গান গেয়ে মাতিয়ে তোলেন এই সংসদ সদস্য।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান