Published : Tuesday, 24 July, 2018 at 9:51 PM, Update: 24.07.2018 11:40:45 PM
খারাপ কিছুর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই: রুবেল
খারাপ কোন কিছুর সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন এক সময়ের সুপারস্টার রুবেল। তিনি বলেন, অতীতে কখনো আমি খারাপের সঙ্গে ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবো না। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের থানার সামনে এলটিআর কোম্পানীর শোরুম উদ্বোধনকালে রুবেল এসব কথা বলেন। তিনি ওই কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
বাংলা চলচ্চিত্রের এ্যাকশান হিরো মাসুম পারভেজ রুবেল বলেন, দেশে অনেক নামিদামী কোম্পানী আছে যারা গ্রাহকের সঙ্গে প্রতারণা করে কিন্তু আমাদের কোম্পানীর পণ্য খারাপ হলে সরাসরি আমাকে ফোন করবেন। ‘লড়াকু’খ্যাত এই নায়কের আগমনের খবর পেয়ে ভারী বর্ষণ উপেক্ষা করে হাজারো ভক্ত উপস্থিতিতে হয় সেখানে। তাদের উপস্থিতে কৃতজ্ঞতাও প্রকাশ করেন রুবেল।
উদ্বোধনকালে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, কোম্পানীর ডিলার রনি সরকার, এড. গোলাম সামদানী সেলিম, নাজমুল সাদত, রানা সরকার, কামরুজ্জামান মীর আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান