শিরোনাম: |
মেজর পরিচয়ে প্রতারণা, আটক ২
উবায়দুল হক, ময়মনসিংহ :
|
মেজর পরিচয়ে প্রতারণা, আটক ২ আটকৃতরা হলো, ঈশ্বরগঞ্জ উপজেলার আবুল কাশেম (৬০) ও মুক্তাগাছা উপজেলার মো. আব্দুল জব্বার (৩২)। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ভুয়া সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে ওই প্রতারক চক্রটি ময়মনসিংসহসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করে আসছিলো। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তাদের ওপর গোয়েন্দা নজরদারি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহাবুব উল আলমের নেতৃত্বে টাঙ্গাইল জেলার ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে ওই দুই প্রতারক সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সংঘবদ্ধভাবে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে। র্যাব আরও জানায়, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই থানায় একাধিক মামলা রয়েছে। দেশসংবাদ/প্রতিনিধি/এসটি |
আপনার মতামত দিন
|