Published : Friday, 27 July, 2018 at 12:12 PM, Update: 27.07.2018 5:44:59 PM
যাত্রী সংকটে দুটি হজ ফ্লাইট বাতিল
আসন সংখ্যার তুলনায় অর্ধেকেরও কম টিকিট বিক্রি হওয়ায় শুক্রবারের (আজ) দুটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট দুটি হলো বিজি-১০৪৫ এবং বিজি-৭০৪৫।
জানা গেছে, প্রায় ৫০টি হজ এজেন্সি এখনও আড়াই হাজার হজযাত্রীর অনুকূলে বাড়িভাড়া নিশ্চিত না করায় সেসব এজেন্সি টিকিট সংগ্রহ করেনি। এ কারণে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার পাঁচ হাজার হজযাত্রীর টিকিট অবিক্রিত হয়ে পড়ে। এ পরিস্থিতি এড়াতে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সহায়তা চেয়েছে বিমান। বিষয়টি নিশ্চিত করে বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, এজেন্সিগুলো দ্রুত এগিয়ে না এলে সংশ্লিষ্ট হজযাত্রীরা বিপদে পড়বেন।
এ দিকে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করেও সমাধান না হওয়ায় হজযাত্রায় বাড়ছে অনিশ্চয়তা। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এদের মধ্যে বিমানে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
গত বছর যাত্রী সংকটের কারণে বিমানের ২৪টি হজ ফ্লাইট বাতিল হয়। এবার এটাই প্রথম ঘটনা।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান