গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রাত ১০ টার দিকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনটি সাতখামাইর স্টেশন পার হওয়ার সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে আজ শুক্রবার সকালে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান