প্রিমিয়ার সিমেন্টের হালখাতা ও মতবিনিময়সভা পারিবারিক মিলনমেলা গতকাল গংলুযভা ঝিনাইদহের জোহান ড্রিমভ্যালিতে অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার সিমেন্টের চুয়াডাঙ্গা জেলা পরিবেশক মেসার্স পলাশ কুমার সাহা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রিমিয়ার সিমেন্ট বিক্রিতে এবার চুয়াডাঙ্গা জেলায় সেরা বিক্রেতা নির্বাচিত হয়েছে জীবননগরের মুন্সী ট্রেডার্স। সেরা বিক্রেতার পুরস্কার হিসেবে এয়ার কন্ডিশনার গ্রহণ করেন মুন্সী ট্রেডার্সের স্বত্বাধিকারী সাংবাদিক এম আর বাবু ও তার পরিবার। সকালে প্রিমিয়ার সিমেন্ট বিক্রেতাদের সহধর্মীনি ও তাদের কন্যাদের নিয়ে বালিস বদল খেলা শুরু হয়।
পরর্বীতিতে বিক্রেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় বাস্কেট বল খেলা। খেলা শেষে মেসার্স নীল রহন সাহার অন্যতম পরিচালক প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্টের হেড অব ব্র্যান্ড সৈয়দ সামিউল ইসলাম সামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেসার্স নীল রতন সাহার অন্যতম পরিচালক পলাশ কুমার সাহা ও শিমুল কুমার সাহা, প্রিমিয়ার সিমেন্টর ঝিনাইদহ পরিবেশক মেসার্স জোহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মকলেসুর রহমান, মেহেরপুর জেলার পরিবেশক আশরাফুল ইসলাম, প্রিমিয়ার সিমেন্টের ডেপুটি ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিব, সহকারী ম্যানেজার মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র এক্সিকিউটিভ মেহেদী হাসান খান ওয়ালিদ ও জুনিয়র এক্সিকিউটিভ কামরুজ্জামান। বিক্রেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম আর বাবু, লিপন কুমার বিশ্বাস ও খোকন মিয়া। শেষে প্রিমিয়ার সিমেন্টে বিক্রেতা সেরা ১৫ জনকে পুরস্কৃত করা হয়।
এবারও চুয়াডাঙ্গা জেলার সেরা বিক্রেতা নির্বাচিত হয়ে এসি জিতেছেন জীবননগরের মুন্সী ট্রেডার্স। গত বছরও সেরা নির্বাচিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি ল্যাপটপ জিতেছিলো বলে জানা গেছে। দেশসংবাদ/প্রদিনিধি/আইশি
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান