শিরোনাম: |
অপহরণের বর্ণনা দিলেন সেই আ’লাীগ নেতা
দেশসংবাদ ডেস্ক :
|
অপহরণের বর্ণনা দিলেন সেই আ’লাীগ নেতা অপহরণের বর্ণনা দিয়ে পারভেজ জানান, শুক্রবার জুমার নামাজ শেষ করে বাসায় ফেরার সময় গাড়ি করে এক লোক এসে তাকে সালাম দেয়, ঠিক ওই সময় পেছন থেকে আরেকজন এসে ধাক্কা দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর মুখে কাপড়ের মতো কিছু একটি ধরে তাকে অজ্ঞান করে ফেলেছিল। পারভেজ বলেন,“জ্ঞান ফেরার পর গাড়ির ভেতরেই ইংরেজি-বাংলা দুই সেট তিনশ টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর দীর্ঘক্ষণ গাড়িতে করে ঘুরিয়ে আনুমানিক রাত ১০টার দিকে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের আগে একটি উন্মুক্ত স্থানে আমাকে নামিয়ে দেওয়া হয়।” পারভেজ জানান, গাড়িতে মোট পাঁচ-ছয়জন অপহরণকারী ছিলেন, পুরো সময়টিতে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখা হয়েছিল। অপহরণের কারণ জানতে চাইলে পারভেজ বলেন, “আমার কোন ব্যবসায়িক দ্বন্দ্ব নেই, রাজনৈতিক কারণেই এটি হতে পারে।” আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় কাজ করছেন তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ। এই আসনটিতে এখন সংসদ সদস্য জাতীয় পার্টির আমির হোসেন ভূইয়া। বেশ কয়েকবার এই আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা এম কে আনোয়ার কিছু দিন আগে মারা গেছেন। কাউকে সন্দেহ করছেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পারভেজ বলেন, “তিতাসের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের সঙ্গে বিরোধ রয়েছে আমার, এরই জের ধরে কুমিল্লায় আমার বাড়িতে হামলাও হয়েছিল। তখন আমি সোহেল শিকদারকে আসামি করে মামলা দায়ের করি, যা চলমান আছে। তবে তুলে নেওয়ার ঘটনা পুলিশ তদন্ত করেছে, অপরাধীদের তারাই খুঁজে বের করবে।” দেশসংবাদ/এসএম
|
আপনার মতামত দিন
|