শিরোনাম: |
পিকনিক বাস খাদে পড়ে নিহত ৩৩
দেশসংবাদ ডেস্ক :
|
পিকনিক বাস খাদে পড়ে নিহত ৩৩ ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেইগাদ জেলার মহাবলেশ্বরের নিকটবর্তী আমবেনালি ঘাটের পর্বতময় এলাকায় ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে শিক্ষক, কর্মী, ছাত্রসহ ৩৪ জন ছিলেন। এদের মধ্যে ৩৩ জনই মারা গেছেন। নিহতের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। এদিকে ঘটনার পর সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এছাড়া বাসে আটকে পড়াদেরও উদ্ধার করছে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। এর আগে চলতি মাসেই উত্তরাখণ্ডের পাউরি গারহওয়াল জেলায় এক বাস দুর্ঘটনায় ৪৮ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়। ৪৪ জন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আর বাকি চারজনকে ধুমাকোটে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ২২ সিটের ওই বাসে ৬০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৬ জন নারী ও ১০ জন শিশু ছিল। দেশসংবাদ/এসএম
|
আপনার মতামত দিন
|