সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে দুই মৎস্য ঘের মালিক ও কর্মচারী নিহত হয়েছেন। শনিবার ভোর ৬ টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে।বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের হরিপদ মন্ডলের পুত্র উদয় মন্ডল (৩২) একই গ্রামের প্রবীন সরকারের মৎস্য ঘেরে শ্রমিকের কাজ করতেন।ঘটনার সময় তিনি ঘেরে পেতে রাখা ঘুনি (আটন) ঝেড়ে মাছ ধরছিলেন।
অকস্মাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলা সাড়ে ৮ টা বাজলেও তিনি ফিরে না আসায় ঘের মালিক ঘেরে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।বুধহাটা ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অপরদিকে কাদাকাটি গ্রামের ইন্তাজ আলি সরদারের পুত্র মিকাঈল হোসেন (৩৫) বজ্রপাতে নিহত হয়েছেন।তিনিও শনিবার ভোওে বাড়ি থেকে বের হয়ে চৈতির বিল নামক বিলে তার নিজের মৎস্য ঘেওে আটক ঝাড়তে যেয়ে বজ্রপাতে নিহত হন। তিনি বাড়িতে না ফেরায় অনেক খোজখুজির পর তার পুত্র ও কন্যা মৎস্য ঘেওে গিয়ে তাকে মৃতাবস্থায় উদ্ধার করেন। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান