মালয়েশিয়াতে বিডি ফোন অপারেটর নামে নতুন একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। ২৭ জুলাই শুক্রবার রাত ৯টায় কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহঃ শহীদুল ইসলাম ও বিডি ফোনের ম্যানেজিং ডাইরেক্টর এবিএম নাজরুল ইসলাম।
মালয়েশিয়া বিডি ফোনের আনুষ্ঠানিক উদ্ভোধন
মালয়েশিয়া আইইউকেল এর ছাত্রী অরুনিমা হোসাইন এর অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম প্রবাসের মাটিতে বাংলাদেশির মালিকানায় বিডি ফোনের অগ্রযাত্রার শুভ কামনা করেন। সেই সাথে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের নীবিড় দ্বি-পাক্ষিক সম্পর্ক কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিডি ফোন কতৃপক্ষ আহবান জানান।
মালয়েশিয়া বিডি ফোনের আনুষ্ঠানিক উদ্ভোধন
এ সময় উপস্থিত ছিলেন, শ্রম কাউন্সেলর মো: সায়েদুল ইসলাম,প্রথম সচিব শ্রম মো: হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব বাণিজ্য মো: রাজিবুল আহসান, প্রতিষ্ঠানের সিইও দাতু জামাল উদ্দিন বিন আব্দুল হামিদ, সিটিও মোহনান সুপিয়াহ ওবিডি ফোনের ব্রান্ড এম্বাসেডর মডেল অভিনেত্রী ফারিহা শাহরিন, মনির দেওয়ান ,কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম রেজা, মনিরুজ্জামান মনির, দাতু আক্তার হোসেন, রাশেদ বাদল সহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি।
মালয়েশিয়া বিডি ফোনের আনুষ্ঠানিক উদ্ভোধন
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাত সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালের ভিআইপি হলে অনুষ্টিত হয় সংবাদ সম্মেলন। সম্মেলনে বিডি ফোনের কার্য পরিকল্পনা তুলে ধরেন ম্যানেজিং ডাইরেক্টর এবিএম নাজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, বিডি ফোন প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে।পাশাপাশি বিডি ফোনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রবাসীদের সবাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানের শেষে নৈশভোজ ও সাস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান