Published : Sunday, 29 July, 2018 at 11:45 AM, Update: 29.07.2018 1:14:52 PM
সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এই তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট কিটসে বাংলাদেশের দেওয়া ৩০২ রানের টার্গেটে খেলতে নেমে ৫০ ওভার খেলে ২৮৩ রান করতে সক্ষম হয় উইন্ডিজরা। ১৮ রানে উইন্ডিজদের পরাজিত করে টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন অধিনায়ক মাশরাফি। এ ছাড়া মিরাজ, মুস্তাফিজ ও মোসাদ্দেক নেন একটি করে উইকেট।এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩০, দ্বিতীয় ওয়ানডেতে ৫৪ এবং সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে ১০৩ রান করে ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তামিল ইকবাল।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান