শিরোনাম: |
সংসদ প্লাজায় এমপি সুজার জানাজা সম্পন্ন
দেশসংবাদ, ঢাকা :
|
সংসদ প্লাজায় এমপি সুজার জানাজা সম্পন্ন রোববার (২৯ জুলাই) অনুষ্ঠিত এ জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, চিফ হুইপ আ স ম ফিরোজসহ দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী শরিক হন। এস এম মোস্তফা রশিদী গত বৃহস্পতিবার (২৬ জুলাই) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতারা, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপবৃন্দ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে মামুনুর রশিদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে এস এম মোস্তফা রশিদী’র কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন শিল্পমন্ত্রী। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রী পরিষদের সদস্যরা, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যরা, জাতীয় সংসদের কর্মকর্তা/কর্মচারী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্নস্তরের জনগণ। দেশসংবাদ/এমআই |
আপনার মতামত দিন
|