Published : Sunday, 29 July, 2018 at 4:10 PM, Update: 29.07.2018 4:13:40 PM
অতিতের চেয়ে দেশে এখন আইন শৃংখলা পরিস্থিতি ভাল
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, অতিতের যে কোন সময়ের চেয়ে দেশে এখন আইন শৃংখলা পরিস্থিতি ভাল। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশ থেকে জঙ্গী এবং সন্ত্রাস নির্মূল করা হয়েছে। একইভাবে তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে অনুযায়ী সারাদেশে মাদকের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর অভিযান চলছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, এই অভিযানে জনগণকে সহযোগিতা করতে হবে এবং জনগণের সহযোগিতায় দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। আজ রবিবার দুপুরে পাবনার বেড়া, সাঁথিয়া এবং সুজানগর উপজেলার মিলনকেন্দ্র কাশিনাথপুরে নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের শুভ-উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি এডভোকেট শামসুল হক টুকু, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসন বিপিএম বার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান পিএসসি,পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পাবনার সহকারী পরিচালক সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক আতাউল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এ ষ্টেশনটি নির্মাণে ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। মন্ত্রী বিকেলে বেড়ায় আইন শৃংখলা বিষয়ক সভায় এবং সাঁথিয়া কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান