পাবনায় স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ, স্ত্রী আটক
পাবনার আটঘরিয়ায় স্ত্রীর হাতে স্বামী সাব্বির হোসেন (৩০) খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনার সাথে জড়িত অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বেদেনা খাতুন (২৫) কে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামে এ ঘটনা ঘটে। রোববার বেলা ১১টার দিকে লাম উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সিহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত শনিবার রাতে স্বামী-স্ত্রী তাদের ঘরে ঘুমিয়ে পড়ে। পরে রোববার সকালে ঘরে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। প্রতিবেশীদের ধারণা, রাতে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে মোবাইল ফোনের চার্জার গলায় জড়িয়ে শ্বাসরোধে সাব্বিরকে করে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে আটঘরিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরের স্ত্রী বেদেনা খাতুনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান