শিরোনাম: |
নেপালে ট্রাক খাদে পড়ে নিহত ২০
দেশসংবাদ ডেস্ক :
|
নেপালে ট্রাক খাদে পড়ে নিহত ২০ জানা যায়, নেপালের মধ্যাঞ্চলে মৃত ব্যক্তির শেষকৃত্য শেষে ফেরার পথে শোকার্তদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় চারশ’ মিটার নিচে একটি নদীর তীরে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে পার্বত্য সরু রাস্তা দিয়ে চলার সময় ট্রাকটি নিচে পড়ে যায়। এতে আরো ১৪ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তা ভিমলাল ভাট্টারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। তিনি আরো বলেন, ‘নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে। ট্রাকে কতজন আরোহী ছিল তা জানা যায়নি।’কর্তৃপক্ষ এখনো এই দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশ ধারণা করছে সরু রাস্তা দিয়ে অতিরিক্ত দ্রুত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দেশসংবাদ/এসএম
|
আপনার মতামত দিন
|