শিরোনাম: |
ভারতীয় সেনা শহীদদের সম্মাননা জানালো বাংলাদেশ
দিপক দোবনাথ, কলকাতা :
|
ভারতীয় সেনা শহীদদের সম্মাননা জানালো বাংলাদেশ ১২ জন ভারতীয় সেনা শহীদের পরিবারের সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজ্জাম্মেল হক। সম্মাননা হিসাবে প্রদান করা হয় একটি সিলভার ক্রেষ্ট, একটি সনদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত বাণী এবং বঙ্গবন্ধুর লেখা দুইটি বই (কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী)। সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। গত বছরের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরেই স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ৭ (সাত) ভারতীয় জওয়ানের পরিবারকে প্রথমবারের জন্য এই সম্মাননা প্রদান করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতা হিসাবে দ্বিতীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান হল কলকাতায়। এব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজ্জামেল হক জানান ‘১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান দিবস। বাঙালির জাতির জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় দিবস জাতির শ্রেষ্ঠতম অর্জন। এই দিন আমাদের অপরিসীম আনন্দের দিন। আমাদের অজস্র ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন পূরণের দিন।' এর আগে বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের উপস্থিতিতেই এদিন সকালে ফোর্ট উইলিয়ামের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধার এক প্রতিনিধি দল। ভারতের পক্ষে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের তিন সেনাবাহিনীর (স্থল, নৌবাহিনী ও বিমানবাহিনী) পূর্বাঞ্চলীয় শাখার প্রধানরা। এর পর সেনাবাহিনীর মাঠে আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধ সম্বলিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলটি। সেদিনকার সেই স্মৃতি বিজরিত দৃশ্য দেখে দলের অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
|
আপনার মতামত দিন
|