শিরোনাম: |
নন্দীগ্রামে বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার
মো: ফিরোজ কামাল ফারুক, নন্দীগ্রাম (বগুড়া) :
|
নন্দীগ্রামে বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন- বিএনপিকর্মী ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের সাহেব আলী (৪১), ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মাহমুদুন নবী মন্টু (৫৪) ও বুড়ইল ইউনিয়েন মুরাদপুর গ্রামের আব্দুল মতিন (৫৫)। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মোটর সাইকেল বহরের ওপর ২১ ডিসেম্বর রাতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণসহ পেট্টোল ঢেলে মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম বকুল বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জামায়াত-বিএনপির ৬১ জনের নাম উল্লেখসহ ৩২ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি |
আপনার মতামত দিন
|